ডেস্ক নিউজ: চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ২৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সংক্রমণের হার ছিল ৯ দশমিক ৪৭ শতাংশ। তবে এদিন কারো মৃত্যু হয়নি।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো করোনা প্রতিবেদেনে এমন তথ্য উঠে এসেছে।
তথ্য মতে, এদিন এন্টিজেন টেস্ট সরকারি-বেসরকারি ১৫ টি ল্যাবে ২ হাজার ৯২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে মহানগরে ১৮৫ জন এবং বিভিন্ন উপজেলার বাসিন্দা রয়েছেন ৯২ জন।
চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, আক্রান্তের সংখ্যা নিম্নমুখী রয়েছেন। আগামী দুই সপ্তাহের দিকে আমাদের নজর রয়েছে।
২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী ধরা পড়ে। এখন পর্যন্ত চট্টগ্রামে ১ লাখ ২৪ হাজার ৮১৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সর্বমোট মহানগরে ৯০ হাজার ৭৯৬ জন এবং বিভিন্ন উপজেলার রোগীর সংখ্যা ৩৪ হাজার ২৩ জন।
এছাড়া মৃত্যুবরণ করা ১ হাজার ৩৬০ জনের মধ্যে মহানগরে মারা গিয়েছেন ৭৩৪ জন। একই সঙ্গে উপজেলায় মারা যান ৬২৬ জন।
এর আগের ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২১৭ জন। আক্রান্তের বিবেচনায় সংক্রমেণের হার ছিল ৬ দশমিক ৯৪ শতাংশ। ওই দিন কেউ করোনায় আক্রান্ত হয়ে মারা যাননি।