নামজারি সংশোধনে ঘুষ দাবি করলেন চট্টগ্রাম সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মাসুমা জান্নাত

Date:

Share post:

ির নামজারি সংশোধনে ‘ঘুষ’ দাবি করে ফেঁসে যাচ্ছেন চট্টগ্রাম সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মাসুমা জান্নাত সহকারী মো. কবির। এ বিষয়ে দুদক ও জেলা প্রশাসকের কাছে লিখিত ভিযোগ করে প্রতিকার েছেন এক ভুক্তভোগী।


এসিল্যান্ড মাসুমা জান্নাত
রোববার (৩০ জানুয়ারি) দুদক চট্টগ্রাম কার্যালয়ের পরিচালকের বরারর এবং পরদিন মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়।
নগরের চান্দগাঁও াসিক এলাকার বাসিন্দা আবদুল্লাহ আল মামুনের পক্ষে শ্যালক ইমরান খাঁন এ অভিযোগ দেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৬ সালে মোছাম্মৎ ফরিদা বেগমের কাছে থেকে এক গণ্ডা জায়গা কিনেন আবদুল্লাহ আল মামুন। সংশোধন দলিলমূলে নামজারি ঠিক করতে ২০১৯ সালে সহকারী কমিশনারের (ভূমি) কাছে আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে সার্ভেয়ারকে তদন্তের আদেশ দেওয়া হয় । সার্ভেয়ার তদন্ত করে প্রতিবেদনও জমা দেন। র মালিক আবদুল্লাহ আল মামুন বিদেশে থাকার কারণে সম্পত্তি দেখভালের জন্য ২০২০ সালে পাওয়ার অব অ্যাটর্নি মূলে তাঁর শ্যালক মো. ইমরান খাঁনকে ক্ষমতা দেওয়া হয় । কিন্তু নামজারি খতিয়ান সংশোধনের জন্য বেশ কয়েকবার ঘুষের প্রস্তাব দেওয়া হয়। ঘুষ না দেওয়ায় তিন বছর ধরে নানা হয়রানি করা হচ্ছে।

অভিযোগকারী ইমরান খান বলেন, জমির সব কাগজপত্র ঠিক থাকা পরও দাবিকৃত দেড় লাখ টাকা ঘুষ দিতে না পারায় তির বছরেও জমির খতিয়ান সংশোধন করেননি এসিল্যান্ড মাসুমা জান্নাত। বছরের পর বছর হয়রানি করা হচ্ছে। ২০২১ সালে ৩০ নভেম্বর মো. কবির হোসেন দেড় লাখ টাকা ঘুষ চান আমার কাছে। পরে একই বছরের ডিসেম্বরে এ বিষয়ে এসিল্যান্ড মাসুমা জান্নাতের সঙ্গে দেখা করে জানতে চাইলে তিনি সংশোধন করতে হলে একটা ফান্ড দিতে হয় এটি জানান। পরে তিনি সহকারী মো. কবিরকে রুমে ডেকে আমার সঙ্গে কথা বলতে বলেন। এরপর কবির দেড় লাখ টাকা দিলে কাজটি করে দেবেন জানিয়ে টাকার লেনদেন নৈশপ্রহরী রুবেল দাশের মাধ্যমে করতে বলেন। একপর্যায়ে টাকা ছাড়া কাজ হবে না বলে জানানো হয়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) মাসুমা জান্নাত বলেন, লিখিত অভিযোগের বিষয়ে আমি অবগত নই। কেউ যদি ঘুষ দাবির অভিযোগ করে থাকেন সেটি একেবারে অসত্য এবং ভিত্তিহীন। কারণ আমি এবং আমার অস দুর্নীতিমুক্ত।এছাড়া পুরো অফিস ও প্রতিটি কক্ষ সিসিটিভির আওতাভুক্ত।
সূত্র-আলোকিত চট্টগ্রাম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষে নিহত ২

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষে দু’জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতরা হলেন- গোপালগঞ্জ শহরের উদয়ন...

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা নিয়ে সরকারের কঠোর বার্তা

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বঘোষিত কর্মসূচিতে হামলার ঘটনা অত্যন্ত লজ্জাজনক বলে অভিহিত করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার (১৬ জুলাই)...

শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার আমাদের সরকারের আমলেই সম্পন্ন হবে

‘শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার আমাদের আমলেই সম্পন্ন হবে’ বলে জানিয়েছেন অন্তবর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক...

মুজিববাদীরা আজ বাধা দিয়েছে, দ্বিগুণ গতিতে এর জবাব দেব : নাহিদ ইসলাম

মুজিববাদীরা মুক্তিযুদ্ধের সঙ্গে সঙ্গে গোপালগঞ্জকে কলুষিত করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন,...