গত ২৪-২৫ শে জানুয়ারী সিজেকেএস এর আয়োজনে কারাতে কমিটির ব্যাবস্হাপনায় অনুষ্ঠিত হলো মুজিববর্ষ সিজেকেএস কারাতে লীগ ২০২১-২০২২।উক্ত প্রতিযোগিতায় গত লীগের ন্যায় এবার কারাতে লীগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ফিরিঙ্গী বাজার লাকী স্টার ক্লাব।
খেলোয়াড়দের আরো উৎসাহ বাড়ানোর জন্য ফিরিঙ্গী বাজার লাকী স্টার ক্লাব ৩রা জানুয়ারী এক সংবর্ধনার আয়োজন করেন।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে কারাতে কোচ সেনসী এ বি রনি’র সঞ্চালনায় ও বিকেএফকেএস সহ-সভাপতি ও ফিরিঙ্গী বাজার লাকী স্টার ক্লাবের সভাপতি ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহ-সভাপতি ও সিজেকেএস কারাতে কমিটির চেয়ারম্যান শাহজাদা আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিজেকেএস কারাতে সেক্রেটারি দিদারুল আলম মাসুম,সিজেকেএস কাউন্সিলর, বিকেএফকেএস এর উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং লাকী স্টার ক্লাবের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন স্যার, সিজেকেএস কারাতে কমিটির ভাইস চেয়ারম্যান ও ৩৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী মোহাম্মদ হাসান, তরুন সমাজ সেবক ও ক্রীড়া সংগঠক সামিউল হাসান রুমন।
উক্ত অনুষ্ঠানে দলীয় ম্যানেজার আইয়ুব হোসেন সহ ১০ স্বর্ন ও ৬ রৌপ্য পদক সহ মোট ১৭ জনকে ক্রেষ্ট ও প্রত্যায়ন পত্র সহ সিজেকেএস কারাতে লীগের অর্জিত সাটিফিকেট প্রদান করা হয়।
ফিরিঙ্গী বাজার লাকী স্টার ক্লাবের কারাতে খেলোয়াড়দের সংবর্ধনা
Date:
Share post: