চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার আমতলার হোটেল সফিনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে৷মঙ্গলবার দিনগত রাত দুইটার(২২ সেপ্টেম্বর)দিকে এ দুর্ঘটনা ঘটে।
সময় নিউজকে রাত দুইটার দিকে রেষ্টুরেন্টে অগ্নিকাণ্ড ঘটনার সত্যতা স্বীকার করেন হোটেল সাফিনার ম্যানেজিং ডাইরেক্টর শিহাব সাগীর।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমদ বলেন,হোটেল সফিনার সাততলায় ডাইনিং ও রেস্টুরেন্টে রাত দুইটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের পাঁচটি গাড়ি গিয়ে রাত সোয়া ৩টার দিকে আগুন নির্বাপণ করেন।
তিনি জানান,আগুন রেস্টুরেন্টের বাইরে ছড়ায়নি।এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।আগুন কীভাবে লেগেছে এবং কী পরিমাণ ক্ষতি হয়েছে তা তদন্তের পর বলা যাবে।