শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় এফডিসির জহির রায়হান কালার ল্যাবে এক সংবাদ সম্মেলনে অংশ নেবেন তিনি।
তবে এ সময় তিনি কারাবাস নিয়ে কোনো কদকথা বলবেন না। নির্মিতব্য ‘প্রীতিলতা’ সিনেমা নিয়ে কথা বলবেন এই নায়িকা।
ছবির পরিচালক রাশীদ পলাশ বলেন, “ব্রীটিশ বিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারের বায়োপিক ‘প্রীতিলতা’। এই ছবি নিয়েই সংবাদ সম্মেলন করতে যাচ্ছি। যেহেতু এতে নাম ভূমিকায় অভিনয় করছেন পরীমণি। তিনি ছবির মধ্যমণি। তাই তিনি উপস্থিত থাকবেন।”
‘প্রীতিলতা’ সিনেমার শুটিং শুরু হয় গত বছরের শেষের দিকে। নানা কারণে এখনো চিত্রায়ন শেষ হয়নি। আগামী অক্টোবরে চট্টগ্রামে বাকি অংশের দৃশ্যধারন হবে বলে জানা গেছে।
জামিন পাওয়ার পর পরীমণি কাজে ফিরেছেন। কিছু দিন আগেই অংশ নিয়েছেন ‘মুখোশ’ নামের একটি সিনেমার ডাবিংয়ে। এছাড়া ‘গুনিন’ নামের নতুন আরেকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। যেটি নির্মাণ করছেন গিয়াসউদ্দিন সেলিম।