ডেস্ক নিউজ: রাঙামাটির কাপ্তাইয়ে দুর্বৃত্ত দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আনুমানিক ৪৫ বছর বয়সী একব্যক্তি নিহত হয়েছেন। তাৎক্ষণিক তার নামপরিচয় জানা যায় নি।
বৃহস্পতিবার (৮ জুলাই) সন্ধ্যায় চন্দ্রঘোনা থানার রাইখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তিনছড়ি নোয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী।
তিনি বলেন, সন্ধ্যা ৭টায় খবর পেয়ে আমরা নিহতের মরদেহ উদ্ধার করি। নিহতের মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বলে ধারণা করা হলেও আলামত দেখে তা সুস্পষ্টভাবে বলা যাচ্ছে না।