ডেস্ক নিউজ : সীতাকুণ্ডে একটি মাইক্রোবাসের তল্লাশী চালিয়ে ৯ হাজার ৫০০পিস ইয়াবা উদ্ধার করেছে বার আউলিয়া হাইওয়ে পুলিশ। এসময় মাইক্রোবাসের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০১ জুলাই) বেলা বারটার দিকে উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় বার আউলিয়া হাইওয়ে থানার সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই অভিযান চালানো হয়।
হাইওয়ে পুলিশ জানায়, করোনাকালীন চেক পোষ্ট চলাকালীন ঢাকামূখী লেনে একটি ঢাকামেট্রো-১৩-৩৮৮৩ মাইক্রোবাসে তল্লাশী চালিয়ে ৯৫০০ পিস ইয়াবা উদ্ধার করে বার আউলিয়া হাইওয়ে থানার ইনচার্জ মীর নজরুল ইসলাম, সার্জেন্ট শাহ আলম ও এএসআই হাবিবুর রহমান। এতে ইয়াবাসহ মাইক্রোবাস চালক পাভেল (২০) ও হেলপার হৃদয়কে (২০) আটক করা হয়।