ডেস্ক নিউজ: দেশে মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যায় আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে আরও ১৪৩ জনের মৃত্যু হয়েছে।
তিন দিন আগেই গত ২৭ জুন একদিনে সর্বোচ্চ ১১৯ জন মারা গিয়েছিলেন। এ নিয়ে এই পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১৪ হাজার ৬৪৬ জনের।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে করোনা পজিটিভ হয়েছেন আরও ৮ হাজার ৩০১ জন।
এর আগে, বুধবার (৩০ জুন) দেশে করোনা আক্রান্ত শনাক্তে রেকর্ড সর্বোচ্চ ৮ হাজার ৮২২ জনের শরীরে ভাইরাসটির অস্তিত্ব মিলেছে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯ লাখ ২১ হাজার ৫৫৯ জন।
বৃহস্পতিবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার সংক্রমণের এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৬৬৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ২০ হাজার ৯১৩ জন। গত ২৪ ঘণ্টায় ৩২ হাজার ৫৫ জনের পরীক্ষায় শনাক্তের হার ২৫ দশমিক ৯০ শতাংশ।