ডেস্ক নিউজ : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী গত শুক্রবার বহদ্দার বাড়ির পরিবারিক জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায়ের মাধ্যমে তাঁর ঈদ উদ্যাপন শুরু করেছেন।
করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ের কারণে এবারও সরকারিভাবে মাঠে-ময়দানে কোন ঈদ জামাতের আয়োজন করা হয়নি।
চট্টগ্রাম সিটি কর্পোরেশেনও সামাজিক দূরত্ব মেনে ঈদের জামাত অয়োজন করে জমিয়তুল ফালাহ্ জাতীয় মসজিদে। এখানে প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়।
নামাজ আদায়ের পর তিনি মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে পিতা-মাতার কবর জিয়ারত করেন। জিয়ারত শেষে দেশ–জাতীর মঙ্গল কামনায় মহান আল্লাহ রাব্বুল আলামীনের নিকট মুনাজাত করেন। ঈদের দিন মেয়র সারাবেলা তাঁর বাসভবনে সাক্ষাত করতে আসা দলীয় নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিমিয় করেন ও কুশলাদি জানতে চান।
এসময় তিনি বলেন এবারের ঈদ শুধু আনন্দ উদযাপনের দিন নয়, এই দিনটিতে করোনাকালের ছোবল থেকে মুক্তি পাওয়ার জান্যে পরম করুণাময় আল্লাহ্ তালার কাছে প্রার্থনা নিবেদনের একটি প্রয়োজনীয় মুহূর্ত। আশা করি মহান রাব্বুলইজ্জত আমাদের দোয়া কবুল করবেন।