মোহাম্মদ আমিনুল হক বুুলবুল
নান্দাইল,(ময়মনসিংহ):
ময়মনসিংহের ঐতিহ্যবাহী নান্দাইল প্রেসক্লাবে আলিফ এন্টারপ্রাইজের পক্ষ থেকে মাস্ক প্রদান করা হয়েছে।
রোববার (২মে) বিকালে প্রেসক্লাবের সদস্য মো. আজিজুল হক ঢাকাস্থ আলিফ এন্টারপ্রাইজের সৌজন্যে প্রাপ্ত এক হাজার মাস্ক প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মদ এনামুল হক বাবুলের নিকট হস্তান্তর করেন।
এসময় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এবি সিদ্দিক খসরু,অর্থ সম্পাদক মো.আবুল হাসেম,নির্বাহী সদস্য মো.রমজান আলী ও নান্দাইল সাংবাদিক সমিতির যুগ্ম সম্পাদক মো.শাহজাহান ফকির উপস্থিত ছিলেন।
পরে নান্দাইল প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ নান্দাইল চৌরাস্তা জামে মসজিদ,নান্দাইল রোড বাজার কেন্দ্রীয় জামে মসজিদ,পংকরহাটি পাছঁগয়েশপুর জামে মসজিদ,নান্দাইল রোড রেলওয়ে স্টেশন জামে মসজিদ ও ধরগাঁও জামে মসজিদে মুসুল্লীদের জন্য ১০০ করে মাস্ক
বিতরণ করেন।