চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ বন্দর জোনের অতিরিক্ত উপ-কমিশনার এএএম হুমায়ুন কবিরসহ ৬৩ অতিরিক্ত পুলিশ সুপারকে পুলিশ সুপার (এসপি) পদে পদোন্নতি দিয়েছে সরকার।
রবিবার (২ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়। এর আগে সাত এসপিকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়।
র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার এসএম ফজলুল হক, মাদারীপুরের আব্দুল হান্নান, ডিএমপির আহাদুজ্জামান মিয়া, নাজমুল হক, জসীম উদ্দিন, খুলনা মেট্রোপলিটনের কানাইলাল সরকার, এবিপিএন’র আসলাম শাহজাদা, নীলফামারীর আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, পুলিশ অধিদপ্তরের মাহবুব উজ জামান, কাজী এহসানুল কবীর, সিআইডির শিরিন সুলতানাসহ ৬৩ জন অতিরিক্ত পুলিশ সুপার এসপি পদে পদোন্নতি পেয়েছেন।
দিনাজপুরের সন্তান এএএম হুমায়ুন কবির ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন শেষে বিসিএস ২৭তম ব্যাচে পুলিশ ক্যাডারে যোগদান করেন। ইতোপূর্বে তিনি সিএমপির গোয়েন্দা বিভাগ, ক্রাইমের পশ্চিম বিভাগেও অতিরিক্ত উপ-কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
সম্প্রতি তিনি অ্যাপ্লায়েড ক্রিমিনোলজি এন্ড পুলিশ ম্যানেজমেন্ট বিষয়ে তার চতুর্থ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হেলথ ইকনোমিক্স, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ইন পুলিশ সায়েন্স-এ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি।