জরুরি সেবা নম্বর-৯৯৯ এ ফোন পেয়ে চট্টগ্রাম নগরের ওয়াসার মোড় এলাকা থেকে এক নবজাতক কন্যাসন্তানকে উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে শিশুটিকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন চকবাজার থানার ওসি মোহাম্মদ আলমগীর।
ওসি মো. আলমগীর বলেন,‘মামুন নামে এক যুবক ৯৯৯ এ ফোন করে ওয়াসার মোড় সংলগ্ন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সামনের ফুটপাতে একটি নবজাতক পড়ে রয়েছে জানান। খবর পেয়ে আমি নিজেই ঘটনাস্থলে যাই। রাত দেড়টার দিকে শিশুটিকে উদ্ধার করি। পরে শিশুটিকে চমেক হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। শিশুটি বর্তমানে সুস্থ আছে।’
তিনি আরও বলেন, ‘কে বা কারা শিশুটিকে ওই স্থানে রেখে গেছেন তা আমরা নিশ্চিত হতে পারিনি। তবে শিশুটিকে দেখে মনে হয়েছে, উদ্ধার করার কিছুক্ষণ আগে ভূমিষ্ঠ হয়েছে। কারা বাচ্চাটি রেখে গেছেন সেটি জানতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।’
এর আগে ২০১৭ সালের ২০ ফেব্রুয়ারি রাতে চট্টগ্রাম নগরের কর্নেলহাটের একটি ডাস্টবিন থেকে এক নবজাতককে উদ্ধার করে প্রশংসিত হয়েছিলেন পুলিশ কর্মকর্তা আলমগীর।