ইউক্রেনে বেশ বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ২০২২ সালে আগ্রাসন শুরুর পর এটাই ছিল রাশিয়ার সবচেয়ে বড় ড্রোন হামলা।
ইউক্রেন কর্তৃপক্ষের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, কিয়েভে বৃহস্পতিবার দিবাগত রাত থেকে তুমুল হামলা চালিয়ে রাশিয়া। তখন থেকে ইউক্রেনে ১৩ ঘণ্টায় ৫৩৯টি ড্রোন নিক্ষেপ করেছে দেশটি। পাশাপাশি ১১টি ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্রও ছুঁড়েছে।
ইউক্রেনের দাবি, ৪৭৬টি ড্রোনকে ধ্বংস করা হয়েছে। রাশিয়ার ওই হামলায় এখন পর্যন্ত ২৩ জন আহত হয়েছে বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দারা রাতভর আশ্রয়কেন্দ্রে ছিল। হামলার আওয়াজ শুক্রবার সকাল পর্যন্ত শোনা যায়।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেন, ‘কিয়েভে ভয়াবহ ও নির্ঘুম রাত কেটেছে সবার।’
দেশটির প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি বলেছেন, ‘হামলাগুলোর মধ্যে সবচেয়ে বড় পরিসরের হামলা ছিল সেটি।’ তিনি বলেন, ‘আবারও দেখা গেল, যুদ্ধ ও সন্ত্রাসী কর্মকাণ্ড শেষ করার কোনো ইচ্ছাই দেখাচ্ছে না রাশিয়া।’
রাশিয়া একসঙ্গে এত ড্রোন এর আগে নিক্ষেপ করেনি। রাশিয়ার এই হামলায় রাতভর ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে থাকতে হয়েছে স্থানীয় বাসিন্দাদের। ভূগর্ভস্থ স্টেশন ও পার্কিং লটে আশ্রয় নিয়েছিলেন অনেকে। একাধিক শহরে শোনা যায় বিস্ফোরণের শব্দ। কিয়েভে ক্ষেপনাস্ত্রের আঘাতে ধ্বংস হয়েছে একাধিক বহুতল ভবন। এছাড়া রেলস্টেশন এবং একাধিক অ্যাম্বুল্যান্সে হামলা হয়েছে।
এদিকে নেদারল্যান্ডসের দাবি ইউক্রেনে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে রাশিয়া। নিজেদের গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে দেশটি এ দাবি করে।