ডেস্ক নিউজ: চট্টগ্রামের শীর্ষ মাদক ব্যবসায়ী রেজাউল করিম ওরফে ডাইল করিমকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ এপ্রিল) দিবাগত রাতে আগ্রাবাদ মুহুরীপাড়া ওয়ার্ড কাউন্সিলর অফিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে এক হাজার পিস ইয়াবা এবং তিন বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রেজাউল করিম চট্টগ্রামের শীর্ষ ও পুরাতন মাদক ব্যবসায়ী। একচেটিয়া মাদক ব্যবসার জন্য তাকে ‘ডাইলের ডন’ বলা হয়। মাদক সরবরাহের জন্য তার আলাদা বাহিনী আছে। মাদক বিক্রির সুবাদে সে এলাকাভিত্তিক কাউন্টার করে মাদক সরবরাহ করে। তাকে গ্রেপ্তার করতে গেলেই সে বাহিনী নিয়ে হামলা করে। এর আগেও একাধিকবার গ্রেপ্তার হলেও জামিনে বের হয়ে আবারও মাদক বিক্রি শুরু করে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩০ টি মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। তিনি বলেন, গ্রেপ্তার করিম আমাদের জানিয়েছে সে পাঠাওতে চড়ে ক্রেতাদের কাছে মাদক পৌঁছে দিচ্ছিল। পুলিশের চোখ ফাঁকি দিতেই সে পাঠাও ব্যবহার করছিল।