মোহাম্মদ আমিনুল হক বুলবুল,
নান্দাইল (ময়মনসিংহ) :
ময়মনসিংহের নান্দাইল উপজেলা শাখা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
অনুষ্ঠিত হয়েছে। এতে মো.কামরুজ্জামান রিপনের সভাপতি এবং আসাদুজ্জামান ফকির সবুজ সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (৩ এপ্রিল) বিকালে চন্ডিপাশা সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে জাঁকজমকভাবে সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো.কামরুজ্জামান রিপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।
বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মজিবুর রহমান স্বপন, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল মনি।
সম্মেলনের উদ্বোধনী বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট এ.বি.এম, নূরুজ্জামান খোকন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্ত্তী রকেট।
সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে মো.কামরুজ্জামান রিপন সভাপতি ও আসাদুজ্জামান ফকির সবুজ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।