ডেস্ক নিউজ: চট্টগ্রামের আকবরশাহে নুর নবী (২০) প্রকাশ বাবু নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি ছুরি, মোবাইল ও নগদ টাকা জব্দ করা হয়েছে।
শনিবার (৩ এপ্রিল) দুর্গম পাহাড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নুর নবী ব্রাহ্মণবাড়িয়ার কুমিল্লা পাড়ার জয়দুল হোসেনের ছেলে।
আকবরশাহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জহির হোসেন বলেন, গত ১ এপ্রিল আকবরশাহ থানার নন্দন পাহাড়ে বেড়াতে যান নবম শ্রেণির ছাত্র তানভীর হাসান। এসময় অজ্ঞাতনামা কয়েকজন যুবক তাকে ঘিরে ধরে ছুরিকাঘাত করে তার কাছ থেকে দুটি মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় ২ এপ্রিল ওই ছাত্র আকবরশাহ থানায় একটি অভিযোগ দায়ের করে। গতকাল রাতে তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।