ডেস্ক নিউজ: আনোয়ারায় টানা ১৯ ঘণ্টা চেষ্টার পর নিখোঁজ অফিসার ক্যাডেট আসিফ হোসাইন নিশানের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৫৫ মিনিটে তৈলারদ্বীপ জেলেপাড়ার শঙ্খ নদের তলদেশে একজন ডুবুরি আসিফের মরদেহ খুঁজে পান। পরে মরদেহটি সেনাবাহিনীর কাছে হস্থান্তর করা হয়।
আসিফ হোসাইন নিশান চট্টগ্রামের মিরসরাই উপজেলার আনোয়ারুল হকের একমাত্র ছেলে। তিনি বিএমএ’র ৮২তম লং কোর্সের অফিসার ক্যাডেট হিসেবে প্রশিক্ষণে যোগ দিয়েছিলেন। তার বাবা সেনাবাহিনীর ইউডিসির রেকর্ড শাখার কর্মকর্তা। আসিফ পরিবারের সঙ্গে থাকতেন নগরীর হালিশহরে।
আসিফ হোসাইন নিশানের খালাতো ভাই আবদুল্লাহ্ আল মাহমুদ জানান, দেড় বছর আগে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন আসিফ। মঙ্গলবার আসরের নামাজের পর হালিশহর ক্যান্টনমেন্ট মাঠে ও এশার নামাজের পর মিরসরাইয়ে নিজ গ্রামের বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এরআগে সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকালে আনোয়ারার শঙ্খ নদে গোসল করতে নেমে নিখোঁজ হন আসিফুল। এরপর থেকে চলে উদ্ধার অভিযান।