ডেস্ক নিউজ: গতকাল মেরুল বাড্ডায় তাইকিং চায়নিজ রেস্তোরাঁয় গায়ে হলুদ পর্ব শেষ, আগামীকাল (২৪ ফেব্রুয়ারি) ব্যাংকারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন চট্টগ্রামে জনপ্রিয় কন্ঠশিল্পী নিশিতা বড়ুয়া।
বর দীপংকর বড়ুয়া পেশায় একজন ব্যাংকার। ন্যাশনাল ব্যাংকে কর্মরত আছেন।
নিশিতা জানান, পারিবারিকভাবেই বিয়ের সব আয়োজন হচ্ছে।
ক্লোজ আপ তারকা বলেন ‘দুই পরিবারের পক্ষ থেকেই সব আয়োজন হয়েছে। মজার বিষয় হলো, আমাদের দুজনের বাড়িই চট্টগ্রামে। তবে কবে সেখানে যাবো তা এখনও ঠিক হয়নি।’
জানা যায়, চার বছরের পরিচয় দীপংকর ও নিশিতার। গত বছরই বিয়ের প্রস্তুতি নিয়েছিলেন তারা। কিন্তু করোনার কারণে সেটা পিছিয়ে যায়।
অনুষ্ঠানে অংশ নেন সংগীতশিল্পী সাব্বির জামান, মুহিন খান, কিশোর দাস, প্রতীক হাসান, লিজাসহ অনেকে।
আরও জানা যায়, বিয়ের অনুষ্ঠানটি হবে রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে। এতে অংশ নেবেন দুই পরিবারের সদস্যসহ ঘনিষ্ঠজনরা।