ডেস্ক নিউজ: চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ চৌমুহনী এলাকায় খাতিজা আক্তার (২২) নামে এক পোষাক কর্মী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত খাতিজা আক্তার ডবলমুরিং থানার চৌমুহনী বনলতা এলাকার সুলতান কলোনীর মো. সাদ্দামের স্ত্রী।
পুলিশ জানায়, ওই দম্পতি সুলতান কলোনীর একটি ভাড়া বাড়িতে থাকতেন। মঙ্গলবার সকালে কোনো এক সময় তিনি ঘরে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দীন তালুকদার জানান, সাংসারিক অভাব অনটন ও নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া হয় তার। এরই প্রেক্ষিতে মনোমালিন্যের কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এসএএস/