ডেস্ক নিউজ : লোহাগাড়ায় বাস-ট্রাকের সংঘর্ষে দুই নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এসময় আহত হয়েছেন আরো একজন।
আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল পৌন ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুইজন হলেন, কক্সবাজারের রামু এলাকার বাসিন্দা সেনোয়ারা বেগম (২০) ও চকরিয়ার রিমা আক্তার (১৮)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. আব্দুর রব গণমাধ্যমে বলেন, চুনতি ফরেস্ট গেট এলাকায় সকাল পৌন ৯ টার দিকে যাত্রীবাহী মারসা পরিবহনের একটি বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। ট্রাকটি কক্সবাজারের দিকে যাচ্ছিল আর বাসটি চট্টগ্রামগামী।
তিনি বলেন, সংঘরষে বাসের দুইজন নারী যাত্রী সেনোয়ারা বেগম ও রিমা আক্তার ঘটনাস্থলে মারা যায়। এসময় আরো একজন আহত হয়েছে। এই ঘটনায় গাড়ি দুটি আটক করা হয়। যাত্রী ও সহকারীরা চালিয়ে যাওয়াতে কাউকে আটক করা সম্ভব হয়নি।