নিজস্ব প্রতিবেদক : চন্দনাইশ পৌরসভা নির্বাচনে সহিংসতায় গুলিবিদ্ধ কলেজছাত্র হাবিবুল ইসলাম (১৮) মারা গেছেন।
গতকাল রবিবার (২১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত হাবিবুল ইসলাম চন্দনাইশ পৌর এলাকার দক্ষিণ গাছবাড়িয়া এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে।
চন্দনাইশ থানার ওসি নাসির উদ্দীন সরকার বলেন, গত ১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে পৌরসভা নির্বাচনে ৮ নং ওয়ার্ডে দক্ষিণ গাছবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্র দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধ হন কলেজছাত্র হাবিবুল।
রবিবার চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চন্দনাইশে নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ কলেজছাত্রের মৃত্যু
Date:
Share post: