চট্টগ্রাম টিকাদান : প্রথম ভ্যাকসিন নেবে শিক্ষা উপমন্ত্রী নওফেল

Date:

Share post:

ডেস্ক নিউ : চট্টগ্রা দান কার্ক্রমের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আগামীকাল (৭ ফেব্রুয়ারি) রবিবার থেকে। প্রথম ধাপে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ও জেনারেল হাসপাতালে দেয়া হবে এ সিন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রথম করোনার ভ্যাকসিন গ্রহণ করে চট্টগ্রাম নগরীর টিকা দান কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহি হাসান চৌধুরী নওফেল।

জানা যায়, আগামীকাল রবিবার (৭ ফেব্রুয়ারি) চমেক হাসপাতালের ৪টি বুথ এবং জেনারেল হাসপাতালে ৪টি বুথসহ দুটি কেন্দ্রে মোট ৮টি বুথে দেড়শরও বেশি করোনার টিকা দেয়া হবে।

চমেক হাসপাতাল পরিলক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর জানান, আগামীকাল রবিবার সকালে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীর টিকা গ্রহণের মধ্য দিয়ে চমেকে করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধন হবে।

তিনি বলেন, প্রথম দিনে চমেক হাসপাতালে প্ দেড়শ জন লোককে করোনার ভ্যকসিন দেয়া হবে। হাসপাতালের ৪টি বুথে প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত (শুক্রবার ছাড়া) চলবে করোনার টিকাদান কর্মসূচি।

প্রতিদিন চমেকের প্রতিটি বুথে ২ জন টিকা প্রদান কর্মী ও ৪ জন সহায়ক থাকবেন। ৪টি বুথে টিকাদান কার্যক্রমে প্রতিদিন মোট ্ধ শতাধিক চিকিৎসক ও স্বাস্থ্য কর্মী কাজ করবেন বলে জানিয়েছেন চমেক হাসপাতাল পরিচালক।

চমেক হাসপাতাল সূত্রে জানা যায়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বুথে শিক্ষা উপমন্ত্রী নওফেল ছাড়াও আগামীকাল রবিবার আরো ৪ জন ভিআইপি করোনার টিকা গ্রহণ করার কথা রয়েছে।

এরা হলেন, চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির, চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী।

অন্যদিকে প্রথম দিনে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ৪টি বুথে প্রায় ৩০ জনকে করোনার টিকা প্রদান করা হবে। এজন্য ১৬ জন নার্স ও সিটি করপোরেশন থেকে প্রশিক্ষণ প্রাপ্ত ৩২ জন সেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে প্রথম দিনে কম লোককে ভ্যাকসিন প্রদান করা হলেও পর্যায়ক্রমে তা আরো বাড়ানো হবে জানিয়ে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন অফিস থেকে জানানো হয়।

বলা হয়, এ হাসপাতালে প্রতিদিন (শুক্রবার ও সরকারি বন্ধের দিন ছাড়া) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করোনার টিকা দেয়া হবে।

আগামীকাল রবিবার প্রথম দিনে দুটি কেন্দ্রে ৮টি বুথে করোনার ভ্যকসিন প্রদান করা হলেও পর্যায়ক্রমে পুরো নগরীর আরো ১৩টি কেন্দ্রে ্ব মহামারী করোনার ভ্যাকসিন দেয়া হবে বলে জানায় সিভিল সার্জন অফিসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

টাকা নেওয়ার ভিডিও ভাইরাল, ফেনীতে এসআই ক্লোজড

ফেনীর পরশুরামে অভিযোগকারীর কাছ থেকে অবৈধভাবে টাকা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পরশুরাম মডেল থানার...

কুয়েতে ফুটপাতে চাঁদাবাজির অভিযোগে বাংলাদেশি গ্রেফতার

কুয়েতে ফুটপাতে চাঁদাবাজির অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। সম্প্রতি এক অভিযানে চাঁদাবাজি করার সময় তাকে হাতেনাতে...

‘মব ভায়োলেন্স এবং জনদুর্ভোগ সৃষ্টি’ হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী

ভবিষ্যতে “জানমালের ক্ষতিসাধন, মব ভায়োলেন্স এবং জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে, এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে”...

কমান্ড পোস্টে ইউক্রেনের হামলায় রাশিয়ার নৌবাহিনীর উপ-প্রধান নিহত

রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর হামলায় রুশ নৌবাহিনীর উপ-প্রধান মেজর জেনারেল মিখাইল গুডকভ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই)...