ডেস্ক নিউজ: চট্টগ্রাম নগরীর জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম এলাকা থেকে আন্তজাতিক ‘জুয়াড়ি‘ চক্রের সন্দেহভাজন তিন ভারতীয় নাগরিককে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই।
শনিবার (৬ ফেব্রুয়ারি) স্টেডিয়ামের গেইট থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- চৈতন শর্মা (৩৫), সুনীল কুমার (৩৮), ও সানী (৪০)। তাদেরকে পাহাড়তলী থানায় হস্তা্ন্তর করা হয়েছে।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম গণমাধ্যমে জানান, ভারতীয় তিন নাগরিককে এনএসআই সদস্যরা জুয়াড়ি সন্দেহে আটক করে থানায় হস্তান্তর করেছে। আমরা যাচাই-বাছাই করছি। তারা কেন এখানে এসেছে? জুয়াড় সাথে সম্পৃক্ত কিনা। যাচাই করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।