ডেস্ক নিউজ: কক্সবাজারের টেকনাফে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১৫।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রঙ্গীখালী মাইনউদ্দিন মেমোরিয়াল কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়।
অভিযুক্ত আটক ব্যক্তির নাম- মো. রয়ান (২৫)। তিনি হৃীলা পশ্চিম শিকদার পাড়া গ্রামের সুলতান আহমদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) আব্দুল্লাহ মো. শেখ সাদী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রয়ানকে আটক করা হয়েছে। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে