ডেস্ক নিউজ: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৩৬৬ জনের নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ৭২ জনের, নতুন শনাক্তদের মধ্যে ৫৬ জন নগরীর ও ১৬ জন উপজেলার বাসিন্দা।
আজ বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য বলেন।
তিনি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ৩৩ হাজার ২৮৭ জনের মধ্যে ২৫ হাজার ৯৯৯ জন নগরীর ও ৭ হাজার ২৮৮ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় কারও মৃত্যু হয়নি। এ পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩৬৯ জন, এর মধ্যে ২৬৮ জন নগরীর ও ১০১ জন উপজেলার বাসিন্দা।
সিভিল সার্জন জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৮০ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জনের ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৮১৮ জনের নমুনা পরীক্ষায় ১৮ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৩৩৯ জনের নমুনা পরীক্ষা করে ২০ জনের ও সিভাসুতে ২৩ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা পাওয়া গেছে। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৫৩ জনের নমুনা পরীক্ষা করে কারও করোনা শনাক্ত হয়নি। বেসরকারি ইমপেরিয়াল হাসপাতালে ৪০ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ১৩ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা ধরা পড়েছে।