ডেস্ক নিউজ: রাউজানে পঞ্চম ধাপে অনুষ্ঠিতব্য পৌর নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন মেয়রসহ ১১ কাউন্সিলর।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) রাউজান উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদ প্রার্থী জমির উদ্দিন পারভেজের বিপরীতে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী আবু জাফর জমা দেননি। ফলে মেয়র পদে একক প্রার্থী হিসেবে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন নৌকার মাঝি মো. জমির উদ্দিন পারভেজ।
শুধুমাত্র ৬ নং ওয়ার্ডে কাউন্সিল পদে দুই জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দেন। তাদের একজন আওয়ামী লীগ সমর্থিত বর্তমান কাউন্সিলর সমীর দাশগুপ্ত অপরজন স্বতন্ত্র প্রার্থী বিকাশ দাশ।
এছাড়াও বাকী আট ওয়ার্ডে কাউন্সিলর ও তিন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে একক প্রার্থী হিসেবে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হতে যাচ্ছেন ১নং ওয়ার্ডে মোহাম্মদ আলমগীর আলী, ২ নং ওয়ার্ডে মো. বশির উদ্দীন খান, ৩ নং ওয়ার্ডে কাজী মো. ইকবাল, ৪ নং ওয়ার্ডে মো. শওকত হাসান ৫ নং ওয়ার্ডে মোহাম্মদ জানে আলম জনি, ৭ নং ওয়ার্ডে মোহাম্মদ আজাদ হোসেন কাউন্সিলর, ৮ নং ওয়ার্ডে দিলীপ কুমার চৌধুরী, ৯ নং ওয়ার্ড জসিম উদ্দিন চৌধুরী এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১,২ ও ৩ নং ওয়ার্ডে নাছিমা আকতার, ৪,৫ ও ৬ নং ওয়ার্ডে জেবুন নেছা ও ৭,৮ ও ৯ নং ওয়ার্ডে জান্নাতুল ফেরদৌস ডলি।