ডেস্ক নিউজ: চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচন উপলক্ষে আগ্নেয়াস্ত্র বহনে নিষেধাজ্ঞা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
মহানগর এলাকায় সোমবার (২৫ জানুয়ারি) থেকে ২৯ জানুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত আগ্নেয়াস্ত্রে লাইসেন্সধারীরা আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও আগ্নেয়াস্ত্রসহ চলাচল করতে পারবেন না।
আগামী বুধবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিতব্য চসিক নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সিএমপির জনসংযোগ কর্মকর্তা শাহ মো. আব্দুর রউফ জানান, যারা এ আদেশ লঙ্ঘন করবেন, তাদের বিরুদ্ধে ‘দ্য আর্মস অ্যাক্ট, ১৮৭৮’ এর সংশ্লিষ্ট ধারার বিধান অনুসারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।