ডেস্ক নিউজ: নগরীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পতেঙ্গা থানাধীন স্টীলমিলের খালপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম মো.মানিক (১৪। সে চৌধুরী পাড়া এলাকার মো. নাছিরের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার গণমাধ্যমে বলেন,মানিক ওয়ার্শপ শ্রমিক ছিলো। রাতে বাসায় ফেরার পথে স্টীলমিল এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।