ডেস্ক নিউজ:নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে ইয়াবা, ফেন্সিডিল ও গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-৭। শনিবার (২ জানুয়ারী) এনায়েত বাজার রুপালী ব্যাংকের পেছনের গলি থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- মোঃ নান্নু ওরফে আলমগীর (৫৮), মোঃ রাসেল (২৭), মোহাম্মদ ইউনুস (৫০) ও সানি হোসেন (২০)।
বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া)নুরুল আবছার।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের প্যান্টের পকেট ও হাতে থাকা শপিং ব্যাগে তল্লাশি চালিয়ে ৬’শ৬০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭২ বোতল ফেন্সিডিল এবং ২ কেজি ৪’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন মাদক মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত খাকার কথা জানিয়েছে। তাদের কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।