কামাল মজুমদার এবার অস্ত্র মামলায় গ্রেপ্তার

Date:

Share post:

রাজধানীর বনানী থানার অস্ত্র আইনের এ মামলায় সাবেক শিল্পপ্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে ্রেপ্তার দেখানো হয়েছে।

তদন্ত র আবেদনের শুনানি নিয়ে বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. জিয়াদুর রহমান এ আদেশ দেন।

বনানী থানার আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন জানিয়েছেন সাবেক প্রতিমন্ত্রীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ।

এদিন সকালে কড়া ত্তয় কামাল আহমেদ মজুমদারকে আদালতে হাজির হয়। তাকে এজলাশে তোলা হয় বেলা ১২টার দিকে।

বনানী থানার এসআই মো. জানে আলম দুলাল গত ২৪ মে মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত বছরের ২৫ অগাস্টে সরকার এক প্রজ্ঞাপনে জানিয়ে দেয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরে বেসামরিক ক্তিদের দেওয়া সব অস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়েছে

স্থগিত করা সেইসব আগ্নেয়াস্ত্র গেল বছরের ৩ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট জমা দেওয়ার নির্দেশও দেয় সরকার। সেইসাথে সতর্ক করা হয়, জমা দেওয়া না হলে সেসব অবৈধ অস্ত্র হিসেবে ধরে নিয়ে মামলা করা হবে।

ওই নির্ধারিত সময়ের মধ্যে কামাল আহমেদ মজুমদার তার দুইটি আগ্নেয়াস্ত্র নিজে অথবা অন্য কারোর মাধ্যমে বনানী থানায় বা অন্য কোনো থানায় জমা দিয়েছেন কী না সে বিষয়ে কোনো তথ্য ওয়া যায়নি এবং বিষয়টি নিয়ে আসামি থানায়ও কোনো তথ্য জানাননি।

এছাড়া সাবেক এই প্রতিমন্ত্রীর অস্ত্রের লাইসেন্স ঠিকানায় উপস্থিত হয়ে ওই বাসায় কাউকে পাওয়া যায়নি।

গত বছরের ১৮ অক্টোবর কামাল আহমেদ মজুমদারকে রাজধানীর গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আছেন। তাকে এর মধ্যে ও হত্যাষ্টার একাধিক মামলার গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডেও নেওয়া হয়েছে।

ঢাকা-১৫ আসন থেকে তিনি ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে শিল্প প্রতিমন্ত্রীর দায়িত্ব পান কামাল মজুমদার। ২০০৮, ২০১৪ ও ২০২৪ সালেও তিনি এ আসন থেকে নির্বাচন করে এমপি হয়েছিলেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষে নিহত ২

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষে দু’জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতরা হলেন- গোপালগঞ্জ শহরের উদয়ন...

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা নিয়ে সরকারের কঠোর বার্তা

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বঘোষিত কর্মসূচিতে হামলার ঘটনা অত্যন্ত লজ্জাজনক বলে অভিহিত করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার (১৬ জুলাই)...

শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার আমাদের সরকারের আমলেই সম্পন্ন হবে

‘শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার আমাদের আমলেই সম্পন্ন হবে’ বলে জানিয়েছেন অন্তবর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক...

মুজিববাদীরা আজ বাধা দিয়েছে, দ্বিগুণ গতিতে এর জবাব দেব : নাহিদ ইসলাম

মুজিববাদীরা মুক্তিযুদ্ধের সঙ্গে সঙ্গে গোপালগঞ্জকে কলুষিত করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন,...