চবি ভিসিকে সম্মাননা

Date:

Share post:

নিজস্ব প্রতিবেদক : নারী শিক্ষায় অবদান, নারীর উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার ‘বেগম রোকেয়া পদক ২০২০’ অর্জন করায় চবি ‘ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি)’ এর পক্ষ থেকে উপাচার্যকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

রবিবার (৩ জানুয়ারি) সকাল ১১ টায় চবি উপাচার্য দপ্তরে আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আবুল হোসাইন এ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

এসময় আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. নঈম উদ্দিন হাছান আরওঙ্গজেব চৌধুরী ও ড. মোহাম্মদ ওমর ফারুক উপস্থিত ছিলেন।

উপাচার্য এসময় চবি আইকিউএসি’র পরিচালকসহ সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের মান নিশ্চিতকরণে আইকিউএসি’র কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধিতেও আইকিউএসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উপাচার্য বলেন, বেগম রোকেয়া পদক অর্জনের গৌরব বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের। তিনি বিশ্ববিদ্যালয় পরিচালনায় বিশ্ববিদ্যালয় পরিবারসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

একইদিন চবি পদার্থবিদ্যা বিভাগের পক্ষ থেকে বেগম রোকেয়া পদক অর্জন করায় চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় পদার্থবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. মোয়াজ্জেম হোসেন মিয়া, প্রফেসর ড. মিহির কুমার রায়, প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম, প্রফেসর ড. এ কে এম মাঈনুল হক মিয়াজী, প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসান, প্রফেসর ড. রেজাউল আজিম উপস্থিত ছিলেন।

এছাড়াও বেলা পৌন ১২ টায় চাঁদপুর জেলা স্টুডেন্টস এসোসিয়েশনের পক্ষ থেকে উক্ত এসোসিয়েশনের উপদেষ্টা চবি ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ মুয়াজ্জম হোসেনের নেতৃত্বে উক্ত সংগঠনের নেতৃবৃন্দ উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। দুপুর ১২ টায় চবি ফিশারিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. রাশেদ-উন-নবী উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

আবারো এস আলমে আগুন 

চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় এস আলম গ্রুপের চিনির গুদামের পর এবার তেলের মিলে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের...

জিম্মি নাবিকদের উদ্ধার চেষ্টার সময় গুলি বিনিময়

সময় ডেস্ক সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর নাবিকদের উদ্ধারে অভিযান চালিয়েছে অন্য একটি জাহাজ। দুই...

শেষ ম্যাচে ভুটানকে উড়িয়ে দিলো বাংলাদেশ

সময় স্পোর্টস ডেস্ক সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের ফাইনাল আগেই নিশ্চিত করেছিলো বাংলাদেশের মেয়েরা। ১০ মার্চ ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে...

নারী দিবসে নারী কর্মীদের সম্মান জানিয়ে এবারই প্রথম কোনো আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছেন নারী কর্মীরা

সময় ডেস্ক আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট পরিচালনা করেছেন নারীরা। রাজধানীর শাহজালাল...