ডেস্ক নিউজ: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ফ্রেসনো কাউন্টিতে এসইউভি ও পিকআপ ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নয় জন নিহত হয়েছেন।
ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল (সিএইচপি) শনিবার এ কথা জানায়।-খবর বাসসের
এক সংবাদ সম্মেলনে হাইওয়ে পেট্রোল আর জানায়, স্টেট রুট ৩৩-এ শনিবার স্থানীয় সময় রাত ৮টার দিকে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। এসইউভির ড্রাইভার নিয়ন্ত্রণ হারালে অপর দিক থেকে আসা পিকআপ ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এতে পিকআপে আগুন ধরে যায়। এর আট যাত্রীর সবাই এবং এসইউভি’র ড্রাইভার প্রাণ হারায়।