ডেস্ক নিউজ: সাতকানিয়ায় জাল টাকাসহ এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। শনিবার (২ জানুয়ারি) রাতে সোনাকানিয়া ইউনিয়নের তাঁতীপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম- মো. রাজা মিয়া (৩৩)। তিনি লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের কলাউজান গ্রামের আবদুল করিমের ছেলে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, রাজামিয়াকে জাল নোটসহ স্থানীয়রা আটক করে পুলিশে খবর দিলে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। এসময় তার কাছ থেকে ছয়টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হয়েছে।