ডেস্ক নিউজ: আজ ৩ ডিসেম্বর। ১৯৯১ সালের এইদিনে জন্মগ্রহন করেন তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় গায়ক হৃদয় খান। আজ তার ৩১ তম জন্মদিন।
জন্মদিন উপলক্ষে শনিবার (২ জানুয়ারি) দিনগত রাতে ঘরোয়া আয়োজনে কেক কেটেছেন হৃদয় খান। তাকে ভালোবাসা জানাতে তখন উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা।
অল্প বয়সেই সংগীতে সফলতা পান হৃদয় খান। ২০০৮ সালে ‘হৃদয় মিক্স’ অ্যালবাম প্রকাশের পর তার কয়েকটি গান দারুণ জনপ্রিয় হয়। এরপর খানের অন্য দুটি অ্যালবাম বল না (২০০৯) ও ছোঁয়া (২০১১) প্রকাশ পায়। এগুলোও জনপ্রিয় হয়। প্লেব্যাক শিল্পী হিসেবেও হৃদয় খান বেশ সফল।
তিন বছর প্রেমের পর ২০১৪ সালে সুজানা জাফরকে বিয়ে করেছিলেন হৃদয় খান। কিন্তু বিয়ের মাত্র আট মাসের মধ্যে দাম্পত্য কলহের কারণে ২০১৫ সালে তাদের বিচ্ছেদ হয়। এর আগে পূর্ণিমা আকতার নামের এক মেয়েকে বিয়ে করেছিলেন হৃদয় খান। কিন্তু মাত্র ছয় মাসের মাথায় হৃদয় খানের সেই সংসারও ভেঙে যায়। এরপর ২০১৭ সালে তৃতীয় স্ত্রী হুমাইরাকে বিয়ে করেন এই তারকা।