ডেস্ক নিউজ: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় এক হাজার ১৩২টি নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ৬৭ জন। এসময় চট্টগ্রামে করোনায় কারো মৃত্যুবরণ করেনি।
আজ রবিবার (৩ জানুয়ারি) দুপুরে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের এ তথ্য জানানো হয়েছে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৬৭ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে নগরীর ৬৩ জন এবং উপজেলায় ৪ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৬২৮ জন।
ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৫৮৯টি নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছে ৭ জনের ও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৪৭২টি নমুনা পরীক্ষা করে ৩৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। বেসরকারি শেভরণ ক্লিনিক্যাল ল্যাবে ২৫টি নমুনা পরীক্ষা করে ১৪ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৪টি নমুনা পরীক্ষা করে ৩ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩১টি নমুনা পরীক্ষা করে ১০ জনের শনাক্ত হয়েছে। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের একটি নমুনা পরীক্ষা করে করোনা মিলেনি।