আলাস্কার উপকূলে ৩ হাজার গাড়িবাহী জাহাজে আগুন

Date:

Share post:

যুক্তরাষ্ট্রের আলাস্কার ে প্রায় ৩ হাজার গাড়ি বহনকারী একটি কার্গো জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৮০০টি ইলেকট্রিক গাড়িসহ পুরো জাহাজ আগুনে ঝুঁকিতে পড়ে। তবে জাহাজে থাকা ২২ জন নাবিককে ে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে জাহাজটির পরিলনাকারী প্রতিষ্ঠান জোডিয়াক মেরিটাইম। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

‘মর্নিং মিডাস’ নামের লাইবেরীয় পতাকাবাহী জাহাজটি আলাস্কার অ্যাডাক দ্বীপ থেকে প্রায় ৩০০ মাইল (৪৮২ কিমি) দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। আগুন লাগার পর নাবিকরা প্রথমে নিজেরা আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হলে লাইফবোটে করে তাদের সরিয়ে নিয়ে কাছাকাছি থাকা একটি বাণিজ্যিক জাহাজে স্থা্তর করা হয়।

জাহাজ কোম্পানির বরাতে জানানো হয়, প্রথমে একটি ডেক থেকে োঁয়া উঠতে দেখা যায়, যেখানে ইলেকট্রিক গাড়িগুলো রাখা ছিল। এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি, জাহাজটি কোন কোম্পানির গাড়ি পরিবহন করছিল।

জানা যায়, ের ইয়ানতাই বন্দর থেকে ২৬ মে যাত্রা শুরু করে জাহাজটির গন্তব্য ছিল মেক্সিকোর লাজারো কারদেনাস বন্দর।

অগ্নিকাণ্ডের ঘটনায় ্ধার অভিযানে যুক্তরাষ্ট্র কোস্ট গার্ড একটি কাটার জাহাজ ও একটি বিমান মোতায়েন করেছে। এছাড়া ঘটনাস্থলে আরও তিনটি সহায়ক জাহাজও পৌঁছেছে।

বিশ্বজুড়ে জাহাজে অগ্নিকাণ্ড বর্তমানে বিমা কোম্পানিগুলোর জন্য ্যতম ঝুঁকিতে পরিণত হয়েছে। বিশেষ করে গাড়িবাহী জাহাজ, কন্টেইনার ও রো-রো (রোল-অন/রোল-অফ) শিপে এ ধরনের ঘটনা বেড়েই চলেছে।

অ্যালিয়াংজ কমার্শিয়াল-এর ২০২৫ সালের নিরাপত্তা ও শিপিং পর্যালোচনায় বলা হয়েছে, ২০২৪ সালে সব ধরনের জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ছিল গত এক দশকের মধ্যে সর্বোচ্চ। বড় আকারের এইসব জাহাজে অগ্নিনির্বাপণ ও উদ্ধার তৎপরতা অত্যন্ত জটিল, ে ঝুঁকির মাত্রাও রয়ে গেছে অত্যন্ত উদ্বেগজনক।

ঘটনার পর জাহাজটির বিমা প্রতিষ্ঠান স্টিমশিপ মিউচুয়াল কোনো মন্তব্য করেনি। তবে জাহাজটি উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে জোডিয়াক মেরিটাইম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষে নিহত ২

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষে দু’জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতরা হলেন- গোপালগঞ্জ শহরের উদয়ন...

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা নিয়ে সরকারের কঠোর বার্তা

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বঘোষিত কর্মসূচিতে হামলার ঘটনা অত্যন্ত লজ্জাজনক বলে অভিহিত করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার (১৬ জুলাই)...

শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার আমাদের সরকারের আমলেই সম্পন্ন হবে

‘শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার আমাদের আমলেই সম্পন্ন হবে’ বলে জানিয়েছেন অন্তবর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক...

মুজিববাদীরা আজ বাধা দিয়েছে, দ্বিগুণ গতিতে এর জবাব দেব : নাহিদ ইসলাম

মুজিববাদীরা মুক্তিযুদ্ধের সঙ্গে সঙ্গে গোপালগঞ্জকে কলুষিত করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন,...