ডেস্ক নিউজ: নগরীর কালুরঘাট শিল্প এলাকায় কাদের ট্রেডিং কোম্পানি নামে একটি প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা সাড়ে চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমেদ চৌধুরী বলেন, বৃহস্পতিবার রাত ১০টা ৪৫ মিনিটের দিকে কালুরঘাট শিল্প এলাকার কাদের ট্রেডিং কোম্পানির প্রতিষ্ঠানে আগুন লাগে। খবর পেয়ে আগ্রাবাদ, কালুরঘাট ও চন্দরপুরা স্টেশনের নয়টি গাড়ি গিয়ে শুক্রবার ভোর ৩টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে জানা যাবে।