বৃটিশ প্রধানমন্ত্রীর পিতার ফরাসি নাগরিকত্ব গ্রহণের পরিকল্পনা

Date:

Share post:

আন্র্জাতিক ডেস্ক : বৃটিশ বরিস জনসনের পিতা স্টানলি তার েলের ব্রেক্সিট চুক্তির অধীনে উরোপিয়ান ইউনিয়নে বৃটিশদের অবাধ চলাচলের অবসান ঘটায় বৃহস্পতিবার ফরাসি নাগরিকত্ব নেয়ার পরিকল্পনার বিষয়টি নিশ্চিত করেছেন

ফ্রান্সে দেশটির রটিএল রেডিওর সঙ্গে আলোচনাকালে স্টানলি জনসন বলেন, “এটি ফরাসি হওয়ার প্রশ্ন নয়। আমি যদি সঠিকভাবে বুঝতে পারি তবে আমি ফরাসি! আমার মা ফ্রান্সে জন্মগ্রহণ করেছিলেন, তার মা তার পিতামহের মতো ফরাসি ছিলেন।”

৮০ বছর বয়স্ক স্টানলি বলেন, “এটি আমার জন্য প্রাপ্তির প্রশ্ন, যা োমধ্যেই আমার রয়েছে এবং আমি এ ব্যাপারে অত্যন্ত খুশী।”

১৯৭৩ সালে বৃটেন ইউতে যোগ দেয়ার পর প্রথম যারা বৃটিশ কারী কর্মকর্তা হিসেবে ব্রাসেলসে নিয়োগ পেয়েছিলেন ইউ’র ৪৭ বছরের সদস্যপদের অবসান ঘটানো রাজনীতিবিদের পিতা স্টানলি তাদের মধ্যে ছিলেন।

তিনি কমিশনে কাজ করেছেন এবং ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২০১৬ সালে ইউ ত্যাগের ব্যাপারে ভোটাভুটির এক বছর পরে তার মানসিক পরিবর্তনের আগে তিনি বৃটেনের ইউ ত্যাগের বিরুদ্ধে প্রচার অভিযানে যোগ দিয়েছিলেন।

তিনি আরটিএলকে বলেন, “আমি সর্বদা নিশ্চিতভাবেই ইউরোপিয়ান হবো।”

“আপনি ইরেজি বলতে পারবেন না: আপনি ইউরোপিয়ান নন। ইউরোপ একটি একক মার্কেটের চেয়ে বড়, এটি ইউরোপীয় ইউনিয়নের চেয়ে বড়।” এ কথা উল্লেখ করে তিনি বলেন, “ সংযোগ ইউ’র জন্য গুরুত্বপূর্ণ” তিনি নিজেকে একজন ইউ পাসপোর্টধারী হিসেবে পছন্দ করেন।

ফরাসি পাসপোর্টের জন্য তাঁর পরিকলাপনার কথা ইতোমধ্যেই তাঁর মেয়ে রিচেল গত মার্চে প্রকাশিত এক বইয়ে উল্লেখ করেছেন।

রিচেল তার বইয়ে লিখেছেন, তার দাদী ভার্সেইলে জন্মগ্রহন করেছেন এবং যদি তার পিতা ফরাসি নাগরিকত্ব পান, তবে তিনিও ফরাসি নাগরিক হতে চান।

ব্রেক্সিট পরবর্তী ১১ মাসের অন্তবর্তী মেয়াদ শেষে গ্রীনিচ মান সময় ২৩০০ টায় ইউ থেকে বৃটেনের সদস্যপদের অবসান ঘটবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

কমনওয়েলথ সম্মেলনে যাবেন না অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

আগামী ২১-২৬ অক্টোবর দ্বীপরাষ্ট্র সামোয়ার রাজধানী আপিয়ায় অনুষ্ঠেয় কমনওয়েলথ সম্মেলনে যাবেন না অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ...

৮৪ লাখের বেশি অ্যাকাউন্ট বন্ধ করলো হোয়াটসঅ্যাপ

বর্তমানে বিশ্বজুড়ে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে মেটার হোয়াটসঅ্যাপ। এই অ্যাপের মেসেঞ্জার হলো একটি আন্তর্জাতিকভাবে উপলব্ধ ফ্রিওয়্যার, ক্রস-প্ল্যাটফর্ম, সেন্ট্রালাইজড ইন্সট্যান্ট...

২০২৫ সালের মধ্যে আগামী জাতীয় নির্বাচন

২০২৫ সালের মধ্যে আগামী জাতীয় নির্বাচন আয়োজন করা হতে পারে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার রাতে...

দেশে ফিরছেন না সাকিব

সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস পেয়ে সাকিব আল হাসানকে নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড...