ডেস্ক নিউজ: আনোয়ারায় বৈদ্যুতিক সংযোগের খুঁটিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. মোমিনুল (৩০) ও মো. সবুজ (২০)। তারা ঠাকুরগাঁও এলাকার বাসিন্দা।
আনোয়ারা থানার সহকারি উপ-পরির্দশক (এএসআই) আরাফাত জানান, বিদ্যুৎ সঞ্চালন লাইনে কাজ করতে গিয়ে ৫ শ্রমিকের মধ্যে মোমিনুল ও সবুজ মারা গেছেন। আহত অবস্থায় আমিন, মেহেদী, ও ফেরদৌস আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।