সাকিবের জন্য বোর্ডের দরজা খোলা: বিসিবি পরিচালক

Date:

Share post:

রাজনৈতিক কারণে দীর্ঘদিন ধরে দের বারে থাকা সাকিব আল হাসানকে ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন। জাতীয় দলের বাইরে থােও দেশের বাইরের সিরিজ ও টুর্নান্টগুলোতেও তাকে দেখা যাচ্ছে না। বার এই বিষয়ে মুখ খুললেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিলক এবং মিডিয়া কমিটির ারম্যান ইফতেখার আহমেদ মিঠু।

তিনি স্পষ্ট করে জানান, ক্রিকেটার সাকিবের জন্য বিসিবির দরজা খোলা। তার ভাষায়, সাকিব বাংলাদেশের সেরা ক্রিকেটার। ১০০ বছরে ১-২ জন এমন খেলোয়াড় আসে। ব্যাটসম্যান, বোলার কিংবা অলরাউন্ডার সবভাবেই সে দলে খেলার যোগ্য।

সাকিব কিছুদিন আগে নিজের বোলিং অ্যাকশনের সমস্যা শুধরে নিয়েছেন এবং পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশও নিয়েছেন। যদিও পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না, তবে অভিজ্ঞতা ও দক্ষতায় এখনো তিনি দলকে অনেক কিছু দিতে পারেন বলে মনে করেন মিঠু।

তিনি বলেন, সে অ্যাকশন শোধরানোর পর একটা টুর্নামেন্ট খেলেছে। ও ১-২টা টুর্নামেন্ট খেললে নির্বাচকেরা নিশ্চয়ই সিদ্ধান্ত নেবেন। সাকিবের রাজনৈতিক সংশ্লিষ্টতা প্রসঙ্গে মিঠু বলেন, তার রাজনৈতিক ক্যারিয়ারের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এটা একেবারে আলাদা বিষয়। আমরা কেবল ক্রিকেটার সাকিবকে নিয়ে ভাবছি।

সাকিবের সঙ্গে বোর্ডের যোযোগ আছে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যোগাযোগ তো সবার সঙ্গে হচ্ছে…ক্রিকেট অপারেশন্সের সঙ্গে তো অবশ্যই। শ্রীলঙ্কার দলটা আগের চিন্তা-ভাবনা, একটা পরিকল্পনার মধ্যে এসেছে। এখন সামনের পরিকল্পনায় তারা কী করবে সেটা দেখা যাক। তারা আসুক….ফাহিম ভাই বা লিপু ভাই বলুক (সাকিবের বিষয়ে তাদের পরিকল্পনা নিয়ে)…তারা তো তাদের পরিকল্পনাটা বোর্ডে দিবে। তখন আমরা বুঝতে পারব তাদের পরিকল্পনা কী। সাকিবের মতো একজন র্দান্ত ক্রিকেটার পরিকল্পনায় থাকবেই। তাকে বাদ দিয়ে দিতে পারবেন না।

বিসিবির মিডিয়া প্রধান জানান, সাকিব এখনও নির্বাচকদের ভাবনায় আছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে ক্রিকেট অপারেশনস বিভাগের কাছ থেকে।

নির্বাচকেরা ভাবনায় রেখেছেন। তারা যখন পরিকল্পনা জমা দেবেন, তখন বোর্ড বুঝবে পরবর্তী পদক্ষেপ কী হবে। তবে সাকিবের মতো খেলোয়াড়কে পরিকল্পনার বাইরে রাখা সম্ভব না, — বলেন মিঠু।

উল্লেখ্য, মাঠে ফেরা এখনো কঠিন নয় সাকিবের জন্য। বিসিবির দরজা খোলা আছে, তবে এখন অপেক্ষা তার পারফরম্যান্স ও নির্বাচকদের চূড়ান্ত পরিকল্পনার। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

১১৭ কিলোমিটার সৈকতই ঝুঁকিপূর্ণ, কক্সবাজারে বাড়ছে মৃত্যুর মিছিল

বিশ্বের অন্যতম দীর্ঘ সমুদ্র সৈকত কক্সবাজারের ১২০ কিলোমিটারের মধ্যে ১১৭ কিলোমিটারই পর্যটকদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। মাত্র ৩...

নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা

বাংলাদেশে গত বছরের জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে নিরাপত্তা বাহিনীকে 'প্রাণঘাতী অস্ত্র' ব্যবহারের নির্দেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা—সম্প্রতি ফাঁস...

ফ্ল্যাট থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, যা জানাল পুলিশ

পাকিস্তানের বিনোদন জগতে শোকের ছায়া। করাচির একটি ফ্ল্যাট থেকে জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগরের (৩২) মরদেহ উদ্ধার...

চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে চীন সফরে যাচ্ছে জামাতের প্রতিনিধি দল

চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে চীন সফরে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ১১ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত...