ডেস্ক নিউজ : করোনায় দেশে আরো ১৯ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ৭ হাজার ৩৭৮ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ২২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ২৩৪ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৬ হাজার ১০২ জন।
বৃহস্পতিবার(২৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ২ হাজার ৩৪৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪ লাখ ৪৬ হাজার ৬৯০ জন।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, মৃতদের মধ্যে পুরুষ ১৫ জন, নারী ৪ জন। বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের রয়েছে ঢাকায় ১১ জন, চট্টগ্রামে ৪ জন, খুলনায় ১ জন, ময়মনসিংহে ৩ জন।