ডেস্ক নিউজ: খাগড়াছড়িসহ ছয় জেলার ই পাসপোর্ট সেবা কার্যক্রমের উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার(২৪ ডিসেম্বর) খাগড়াছড়ি আঞ্চলিক পাসপোর্ট অফিসে এই কার্যক্রম উদ্বোধন করেন তিনি।
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্যায়ের প্রতিকার চাইতে গিয়ে মামলা করা নাগরিক অধিকার।হেফাজত ইসলামের বিরুদ্ধে মামলা করেছে সংক্ষুব্ধ একটি পক্ষ। আমাদের বিচার বিভাগ স্বাধীন। তাই যেকেউ অন্যায়ের প্রতিকার চেয়ে মামলা করতে পারে। এখানে সরকারের কিছু করার নেই।
তিনি আরো বলেন, যদি কেউ মনে করে কোথাও অন্যায় হয়েছে তবে প্রতিকার চেয়ে মামলা করতে পারে। মামলা করা নাগরিক অধিকার।
দেশজুড়ে ভাস্কর্যের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, ভাস্কর্যের নিরাপত্তা নিয়ে হাইকোর্টের একটি নির্দেশ রয়েছে। সরকার সেই অনুযায়ী কাজ করছে। ভাস্কর্য আমাদের ইতিহাসের অংশ। সুতরাং এটি রক্ষার দায়িত্ব সবার।
এ সময় উপস্থিত ছিলেন সুরক্ষা সেবা বিভাগের সচিব শহীদুজ্জামান, পাসপোর্ট বিভাগের মহাপরিচালক মেজর জেনারেল আইয়ুব চৌধুরী, খাগড়াছড়ি আসনের এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা প্রমুখ।