রাতের অন্ধকারে ভারতে ঢুকে গ্রেপ্তার সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা

Date:

Share post:

গোপনে রাতের অন্ধকারে ভারতের পশ্চিমবঙ্গে ঢুকে গ্রেপ্তার হয়েছেন পাবনা জো পরিষদের প্যানেল চেয়ারম্যান ও স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা মোহাম্মদ নজরুল ইসলাম সোহেল।

গত সোমবার (৭ জুলাই) গভীর রাতে মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার পুলিশ হরিরামপুর ঘাট সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি াদের পাবনা সদর থানার অন্তর্গত কাছারিপাড়ার বাসিন্দা।

পুলিশ জানায়, রানীতলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় যে তাদের এলাকায় এক বাংলাদেশি নাগরিক ৈধভাবে বসবাস করছেন। সেই খবরের সূত্র ধরেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজিত ঘোষের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে নজরুল ইসলামকে আটক করে।

এরপর তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নজরুল ইসলাম করেন, বাংলাদেশের সাম্প্রতিক ের পর চরম প্রতিহিংসার শিকার হচ্ছেন তিনি। আওয়ামী লীগ ারের পতনের পর থেকে তার ওপর নিপীড়ন, হামলা হয়েছে এবং তার ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে। এমনকি প্রাণনাশের হুমকি পর্যন্ত পেয়েছেন তিনি।

নজরুল ইসলাম পুলিশকে বলেন, আমি এলাকায় থাকলে মেরে ফেলা হতো। শেখ হাসিনা যেহেতু ভারতে আশ্রয় নিয়েছেন, আমিও সেই পথে এসেছি নিজের প্রাণ বাঁচাতে। আমার গোপন অনুপ্রবেশের মূল উদ্দেশ্য নৈতিক আশ্রয়।

তবে, মঙ্গলবার (৮ জুলাই) রানীতলা থানার পুলিশ ফরেনার্স আইন ,পাসপোর্ট আইনসহ একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখায় এবং পরে মুর্শিদাবাদের লালবাগ মহকুমা আদালতে তোলা হয়।

এই ঘটনার পর মুর্শিদাবাদ জেলার ভারত-বাংলাদেশ ্তর্জাতিক সীমান্ত জুড়ে র তৎপরতা বাড়ানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

আরবিতে ইসরায়েলের জাতীয় সংগীত গেয়ে বরখাস্ত মসজিদের ইমাম

ইউরোপের বিভিন্ন মসজিদ থেকে সম্প্রতি ১৫ জন ইমাম ইসরায়েলে গিয়ে দেখা করেছেন দেশটির প্রেসিডেন্ট আইজাক হারজগের সঙ্গে। সেখানে...

সাকিবের জন্য বোর্ডের দরজা খোলা: বিসিবি পরিচালক

রাজনৈতিক কারণে দীর্ঘদিন ধরে দেশের বাইরে থাকা সাকিব আল হাসানকে ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন। জাতীয় দলের বাইরে...

১১৭ কিলোমিটার সৈকতই ঝুঁকিপূর্ণ, কক্সবাজারে বাড়ছে মৃত্যুর মিছিল

বিশ্বের অন্যতম দীর্ঘ সমুদ্র সৈকত কক্সবাজারের ১২০ কিলোমিটারের মধ্যে ১১৭ কিলোমিটারই পর্যটকদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। মাত্র ৩...

নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা

বাংলাদেশে গত বছরের জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে নিরাপত্তা বাহিনীকে 'প্রাণঘাতী অস্ত্র' ব্যবহারের নির্দেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা—সম্প্রতি ফাঁস...