রানা দাশগুপ্তের পদত্যাগ চেয়ে সংবাদ সম্মেলন

Date:

Share post:

ডেস্ক নিউজ: কক্সবাজারে মেজর (অব.) সিনহা হত্যা মামলায় অভিযুক্ত বহিষ্কৃত ওসি প্রদীপের পক্ষে আইনি সহায়তা দেওয়ায় আন্তর্জাতিক অপরাধ াইব্যুনাল এর প্রসিকিউটর পদ থে রানা দাশগুপ্তের পদত্যাগ চেয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। এসময় প্রদীপকে স্মরণকালের ধিক্কৃত, নিন্দিত হত্যাকারী, ধর্ষণকারী হিসেবে উল্ করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বেলা বারোটায় গ্রাম নগরের মোমিন রোডে বাংলাদেশের ক্ষুব্ধ গণের পক্ষ থেকে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্দক নাজনীন সরওয়ার কাবেরী এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্বে থাকা রানা দাশগুপ্ত কিভাবে প্রদীপের পক্ষে আইনী সহায়তা দেন সেই প্রশ্ন তুলে কাবেরী বলেন, যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পদমর্যাদা সুপ্রিম কোর্টের অতিরিক্ত এটর্নি জেনারেলের পদমর্যাদার সমান এবং তার নিয়োগ গ্যাজেট নোটিফিকেশনে সেহেতু তিনি সাংবিধানিক পদে থেকে ঘৃণিত আসামির পক্ষ আইনী পেশায় নিয়োজিত হতে পারে না।

তিনি বলেন, লিগ্যাল রিমেম্বার একত্ব অনু্যায়ী রাষ্ট্রের দুই ধরণের আইম কর্মকর্তার কথা উল্লেখ আছে- একটি সার্বক্ষণিক এবং বেতনভুক্ত অপরটি চুক্তিভিত্তিক এবং মামলার আনুপাতিক হারে বেতনভুক্ত। এখন রানা দাশগুপ্ত সার্বক্ষণিক পদাধিকার বলে নবম বেতনভুক্ত কর্মকর্তা, যা প্রতিমন্ত্রীর পদমর্যাদা। রাষ্ট্রের ওয়ারেন্ট অব প্রিসিডে অনু্যায়ী এটর্নি জেনারেল পদ নবম ক্যাটাগরির একটি পদ। এদিক থেকেও কোন ীকৃত আসামীর পক্ষে রানা দাশগুপ্ত আইনি সহায়তা দিতে পারেন না। যদি তিনি তা চান তবে তাকে সাংবিধানিক পদ থেকে পদত্যাগ করতে হবে।

নাজনী আরো বলেন, সিনহা হত্যার তদন্ত প্রতিবেদনে প্রদীপের মূল সম্পৃক্ততা উঠে আসে। ইয়াবা নির্মূলের নামে প্রদীপ ইয়াবা ব্যবসায়ীর পাশাপাশি নিরাপরাধ ৩০ ভাগ মানুষকে হত্যা করে। এছাড়াও ধর্ষণ, খুন এবং ইয়াবা ব্যবসার সাথেও প্রদীপ জড়িত ছিল বলে নাজনী অভিযোগ করেন। সাম্প্রদায়িক ইস্যুর কথা তুলে রানা দাশগুপ্তের ওসি প্রদীপের পক্ষ নেওয়ার নিন্দা জানিয়ে তিনি তাঁর পদত্যাগ চান। অন্যথায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ট্রাইব্যুনালটি প্রশ্ন্ধ হবে বলেও তিনি মত দেন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শ্রী পূর্ণ চন্দ্র দে, এম. শাহাদাৎ নবী খোকা, জাওইদ আলী ুরী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব নিজাম উদ্দিনকে সাময়িকভাবে পদ থেকে বরখাস্ত

ডেস্ক নিউজ সংগঠনের নীতিমালা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব নিজাম উদ্দিনকে...

গাজায় একদিনে ৭০ জন নিহত, সকাল থেকে ৪৭ জনকে হত্যা

গত ২৪ ঘণ্টায় উপত্যকাজুড়ে বিভিন্ন হাসপাতালে কমপক্ষে ৭০ জনের লাশ আনা হয়েছে। একই সময়ে ৩৩২ জন আহত ব্যক্তি...

পাঁচটি সামরিক স্থাপনায় ইরানের সফল হামলার বিষয়ে ইসরায়েল নীরব: টেলিগ্রাফ

মার্কিন ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষকদের পরিচালিত স্যাটেলাইট তথ্য বিশ্লেষণের বরাত দিয়ে দ্য ডেইলি টেলিগ্রাফ জানিয়েছে, একটি বৃহৎ বিমানঘাঁটিসহ...

সন্তান ইস্যুতে তিশাকে চ্যালেঞ্জ ছুড়লেন জাওয়াদ নির্ঝর

অভিনেত্রী তানজিন তিশাকে ঘিরে ফের উত্তাল সোশ্যাল মিডিয়া এবং বিনোদনপাড়া। এবার তাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সাংবাদিক জাওয়াদ...