বৈদ্যুতিক গাড়ি তৈরি শুরু করলো আউডি

Date:

Share post:

প্রথমবারের মতো বৈদ্ুতিক গাড়ির ৎপাদন শুরু করেছে আউডি। তিন বছর আগে ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল মোটর শো-তে এই গাড়ির ধারণা দেখিয়েছিল তিষ্ঠানটি।

সোমবার উৎপাদন শুরু করলেও সেপ্টেম্বরের ১৭ তারিখ স্যান ফ্রান্সিসকো’র এক অনুষ্ঠানে গাড়িটি উন্মোচনের কথা রয়েছে প্রতিষ্ঠানটির– খবর প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চের।

েক বছর ধরেই ‘ই-ট্রোন কোয়াট্রো’ বৈদ্যুতিক গাড়ি বড় পরিসরে উৎপাদনের লক্ষ্যে কাজ করছে ফোক্সভাগেন গ্রুপ লিকানাধীন আউডি। ফ্রাঙ্কফুর্টে ধারণা দেখানোর পর থেকেই মাঝে মাঝে গাড়িটির মূল্য, ভেতরের নকশা ও রেঞ্জ নিয়ে আপডেট ও টিজার দিয়েছে প্রতিষ্ঠানটি।

আউডি’র য় তৈরি হচ্ছে ই-ট্রোন গাড়ি। নতুন গাড়ির জন্য ২০১৬ সাল থেকে কারখানাটি নতুন করে সাজানোর কাজ শুরু হয়।

প্রতিষ্ঠানটি জানায়, কারখানার বডি শপ, পেইন্ট শপ ও উৎপাদন সারি নতুন করে বানানো হয়েছে। নিজস্ব ব্যাটারি উৎপাদন কারখানাও বানানো হয়েছে এখানে।

পাঁচ আসনের এই এসইউভি গাড়িটির ব্যাটারি ক্ষমতা হবে ১৫০ কিলোাট আওয়ার পর্যন্ত, যা ডিসি ফাস্ট-িং সমর্থন করবে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। এর আগে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছিল গাড়ির ব্যাটারির ক্ষমতা হবে ৯৫ কিলোওয়াট আওয়ার পর্যন্ত, যা গাড়িটিকে চালাতে পারবে ৫০০ কিলোমিটারের বেশি।

চলতি বছরের শেষ দিকে গাড়িটির বিক্রি শুরু হবে বলে ধারণা হচ্ছে।

২০২০ সালে চার দরজার একটি গ্র্যান টুরিজমো এবং একটি ছোট গাড়ি তৈরির পরিকল্পনাও রয়েছে আউডি’র। ২০২৫ সালের মধ্যে ২০টির বেশি বৈদ্যুতিক ও প্লাগ-ইন হাইব্রিড গাড়ি উন্মোচনের পরিকল্পনার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করুন : জাতিসংঘ বিশেষজ্ঞ

ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক ও আর্থিক সম্পর্ক ছিন্ন করার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন অধিকৃত ফিলিস্তিনি...

ইরানে হামলায় যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিও জড়িত: রাশিয়ার রাষ্ট্রদূত

যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি ইরানের ওপর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি আক্রমণকে উৎসাহিত করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছিল। তাই তাদের...

ইউক্রেনে বড় ধরনের হামলা করল রাশিয়া

ইউক্রেনে বেশ বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ২০২২ সালে আগ্রাসন শুরুর পর এটাই ছিল রাশিয়ার সবচেয়ে বড়...

ইরানের ওপর আবারও আঘাত হানল যুক্তরাষ্ট্র!

টানা ১২ দিনের তীব্র সংঘাত শেষে এই মূহুর্তে যুদ্ধবিরতি চলছে ইরান-ইসরায়েলের মধ্যে। এই সংঘাতের শেষ দিকে ইসরায়েলের পক্ষ...