পথচারীদের নিরাপদে রাস্তা পারাপার, যানজট নিরসন এবং দুর্ঘটনা রোধে চট্টগ্রাম মহানগরীতে নতুন করে ১৯ টি অত্যাধুনিক ফুট ওভারব্রিজ নির্মাণ করতে যাচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। তিনটি প্রকল্পের অধীনে পর্যায়ক্রমে এসব ফুট ওভার ব্রিজ নির্মিত হবে। আর এতে ৭৩ কোটির অধিক টাকা ব্যয় হবে। মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে সরকারি টাকায় এসব ফুট ওভারব্রিজ নির্মাণ করবে চসিক। এই ১৯ টি ফুট ওভারব্রিজ নির্মাণের ফলে নগরীতে যানজট কমার সাথে সাথে যানবাহন চলাচলের গতি বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
চসিকের প্রকৌশল বিভাগ থেকে প্রাপ্ত তথ্যমতে, ‘চসিকের গুরত্বপূর্ণ সড়ক এবং ব্রিজ সংস্কার’, ‘নগর অবকাঠামো উন্নয়ন’ এবং ‘বার্ষিক উন্নয়ন কর্মসূচি‘র অধীনে এসব ফুট ওভারব্রিজ নির্মিত হবে। ‘চসিকের গুরুত্বপূর্ণ সড়ক ও ব্রিজ সংস্কার’ প্রকল্পে রয়েছে ২৩ কোটি ৬০ লাখ টাকায় স্কেলেটরসহ ৪টি ফুট ওভারব্রিজ নির্মাণ। এই প্রকল্পটি সংশোধন করে গত ১৭ সেপ্টেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয়ে জমা দিয়েছে চসিক। এর আগে এই প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) থেকে ফেরত এসেছিল। আর ‘নগর অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রকল্পে রয়েছে ৩১ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে স্কেলেটরসহ ৭টি ফুট ওভারব্রিজ এবং ১৪ কোটি টাকা ব্যয়ে স্কেলেটরবিহীন আরো ৭টি ফুট ওভারব্রিজ নির্মাণ। এই প্রকল্পটি চলতি মাসে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে থেকে ফেরত আসে। বর্তমানে এই প্রকল্পের ডিপিপি সংশোধনের কাজ চলছে। অন্যদিকে, ‘বার্ষিক উন্নয়ন কর্মসূচি’র অধীনে ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে আর একটি স্কেলেটরসহ অত্যাধুনিক ফুট ওভারব্রিজ। এই প্রকল্পটি আগামী অক্টোবরের ১০ তারিখে একনেক’র পরবর্তী সভায় উত্থাপিত হবে বলে চসিকের দায়িত্বশীল এক কর্মকর্তা সুপ্রভাতকে জানিয়েছেন। নতুন এই ১৯টি অত্যাধুনিক ফুট ওভারব্রিজ নির্মাণে মোট ৭৩ কোটি ১০ লাখ টাকা ব্যয় হবে।
চসিকের প্রকৌশলীদের সাথে কথা বলে জানা যায়, ‘চসিকের গুরুত্বপূর্ণ সড়ক ও ব্রিজ সংস্কার’ প্রকল্পের অধীনে স্কেলেটরসহ ৪টি ফুট ওভারব্রিজ নির্মার্ণের জন্য ইতিমধ্যে স্থান নির্ধারণ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। এই ৪টি ফুট ওভারব্রিজ নির্মাণ করা হবে নগরীর নিউ মার্কেট মোড়, জিইসি মোড়, নাসিরাবাদ সরকারি মহিলা কলেজ সম্মুখে এবং চান্দগাঁওয়ের হাজেরা তজু ডিগ্রী কলেজের সামনে। নিউ মার্কেট এলাকায় এর আগে নির্মিত ফুট ওভারব্রিজটি পরিত্যক্ত ঘোষণা করে তা অপসারণ করবে চসিক। অন্যদিকে, ‘বার্ষিক উন্নয়ন কর্মসূচির’ অধীনে অত্যাধুনিক ফুট ওভারব্রিজটি নির্মিত হবে নগরীর জাকির হোসেন রোডের ওয়ালেস কলোনি মুরগি ফার্ম এলাকায়। এছাড়া বাকি ১৪ টি ফুট ওভারব্রিজ নির্মাণের স্থান এখনো নির্ধারণ করেনি সিটি করপোরেশন।
এ ব্যাপারে জানতে চাইলে চসিকের নির্বাহী প্রকৌশলী (সিভিল) বিপ্লব দাশ সুপ্রভাতকে বলেন, ‘অতীতের অভিজ্ঞতা থেকে দেখা গেছে, মানুষ আইন মানে না। এলোপাতাড়ি রাস্তা পারাপার হয়। এতে যানজট ও বিভিন্ন দুর্ঘটনা ঘটে। নতুন ফুট ওভারব্রিজগুলো নির্মিত হলে দুর্ঘটনা রোধ হবে এবং যান চলাচলের গতি বৃদ্ধি পাবে।’
সরকারী টাকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন ১৯ টি অত্যাধুনিক ফুট ওভারব্রিজ নির্মাণ করার সিদ্ধান্ত।
Date:
Share post: