গত বছরের জুলাই – অগাস্টে এই দেশে কোনো যুদ্ধ সংঘটিত হয় নাই, যা হয়েছে সেটা ছিল রাজনৈতিক বিরোধ- এমন যুক্তি তুলে ধরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দুই আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলা থেকে অব্যাহতি দেয়ার আবেদন করেছেন তাদের পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী আমির হোসেন।
তবে প্রসিকিউশন বলছে, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নাকি মিথ্যা এসব কিছুই নির্ধারণ হবে অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হওয়ার পর।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল- ১ এ এই মামলার শুনানিতে অব্যাহতির আবেদনের কারণ হিসেবে মি. হোসেন ব্যাখ্যা করেছেন, ১৯৭৩ সালের আইনানুযায়ী যুদ্ধাপরাধের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য এই ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল।
কিন্তু ২০২৪ সালের জুলাই-অগাস্ট মাসে এই দেশে কোনো যুদ্ধ সংঘটিত হয়নি উল্লেখ করে মি. হোসেন বলেন, ” এখানে রাজনৈতিক যে পট পরিবর্তন, হিংসা, প্রতিহিংসা তার প্রেক্ষাপটে এ ঘটনা। অতএব যেহেতু কোনো যুদ্ধ সংঘটিত হয় নাই। অতএব যুদ্ধাপরাধ থেকে উদ্ভুত যে সমস্ত অপরাধ মানবতাবিরোধী অপরাধ- সেটা এখানে সংঘটিত হয় নাই।”