ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, রোববার ( ৬ জুলাই) ইন্সটাগ্রামে একটি স্টোরি শেয়ার করেন নোরা। সেখানে লেখা, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
নোরার এমন স্টোরিতে ভক্তরা ভাবছেন, কোনো কাছের মানুষকে হারিয়েছেন নোরা। কিন্তু কাকে হারিয়েছেন সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য জানাননি এ নৃত্যশিল্পী।
এদিকে মৃত্যুর খবর ইন্সটাগ্রামে শেয়ার করার এক ঘণ্টা পরই নোরাকে দেখা যায় মুম্বাইয়ের বিমানবন্দরে। কালো সানগ্লাসেও চোখের জল লুকিয়ে রাখতে পারছিলেন না নোরা। এ সময় তাকে বিমর্ষ দেখা যাচ্ছিলো।
আরও পড়ুন: ‘ধুরন্ধর’ সিনেমার প্রথম ঝলকে ভক্তদের চমকে দিলেন রণবীর সিং
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সে মুহূর্তের ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, বিমানবন্দরে অভিনেত্রীকে দেখে ভক্তরা ছবি তুলতে এগিয়ে আসেন। এ সময় নোরার নিরাপত্তাকর্মীরা তাদের সরিয়ে দেন।
প্রসঙ্গত, বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি প্রিয় কাকে হারিয়েছেন এখনও তা জানা যায়নি।