ইঁদুরের গর্ত থাকায় ভেঙে পড়েছে কুড়িগ্রামের বাঁধ

Date:

Share post:

বন্যার পানির তোড়ে ভেঙ্গে পড়েছে কুড়িগ্রামের টগরাইহাটের এই সেতু।

ইঁদুরের গর্ত আর উইপোকার ঢিবির কারণে কুড়িগ্রামে ধরলা নদীর ওপর বাঁধ দুর্বল হয়ে ভেঙে পড়েছে এবং বানের জলে ভেসে গিয়েছে।

ার পানি উন্নয়ন বোর্ডের ্মকর্তারা কে জানিয়েছেন, বাঁধের ভেতরের দিকে অসংখ্য ইঁদুরের গর্ত রয়েছে যা বাঁধের কাঠামোকে দুর্বল করে দিয়েছে।

এর ফলে এবার বন্যার পানির চাপে সদর এবং ারহাট উপজেলায় দুটি অংশের প্রায় ৮০ মিটার বাঁধ ভেসে গিয়েছে।

সরকারি কর্মকর্তারা জানাচ্ছেন, ধরলা নদীর পানি বিপদসীমার ১৩২ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে।

বাঁধের যে অংশ দুটি ভেঙে পড়েছে সেখানে দুইপাশে পানির উচ্চতার তৎ ১০ ফুটেরও বেশি ছিল বলে জানাচ্ছেন উপসহকারী প্রকৌশলী মো,াদুজ্জামান।

তিনি , “এিতেই বাঁধ ছিল দুর্বল, তাই পানির চাপ আর সহ্য করতে পারেনি।”

কুড়িগ্রামের বিভিন্ন জায়গায় সড়কে পানি ওঠায় সড়ক ও রেল যোগাযোগও বন্ধ হয়েছে।গাইবান্ধায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রক্ষায় সেনাবাহিনীর সদস্যরা সহায়তা করছে।

ইঁদুর স্যার কথাটিকে স্বীকার করে নিয়ে কুড়িগ্রামের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বাঁধের কাঠামোগত দুর্বলতার পেছনে তিনটি কারণ উল্লেখ করেন।

তিনি জানান, প্রথমত বাঁধের ওপর এবং আশেপাশে হাজার হাজার মানুষ বসবাস করছেন। এদের অনেকেই বাঁধের মাটি কেটে বাড়িঘর তুলেছেন।

বাঁধের আশেপাশের ধান শুকোতে দেয়া হয়, ফলে খাবারের আশায় হাজার হাজার ইঁদুর বাসা তৈরি করেছে বাঁধের ভেতরে।

বাঁধের ভেতরে অনেক জায়গায় বড় বড় উইপোকার ঢিবিও রয়েছে বলে তিনি জানান।

এসব সমস্যা থাকার পরও গত প্রায় ১৫ বছর ধরে এসব বাঁধে বড় ধরনের কোন মেরামত বা সংস্কার হয়নি বলে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানাচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

চীন ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতায় শঙ্কিত ভারত!

চীন ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা শঙ্কিত করে তুলছে ভারতকে। এমনই আভাস মিলেছে ভারতের প্রতিরক্ষা বাহিনীর প্রধান...

আওয়ামী লীগকে ফেলে দেওয়ার জন্য যা দরকার ছিল, সব করেছি: সিবগাতুল্লাহ

ছাত্ররাজনীতির ভেতর থেকে উঠে আসা এক সক্রিয় সংগঠকের কণ্ঠস্বর সিবগাতুল্লাহ সিবগা। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার...

রাতের অন্ধকারে ভারতে ঢুকে গ্রেপ্তার সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা

গোপনে রাতের অন্ধকারে ভারতের পশ্চিমবঙ্গে ঢুকে গ্রেপ্তার হয়েছেন পাবনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের সাবেক...

আরবিতে ইসরায়েলের জাতীয় সংগীত গেয়ে বরখাস্ত মসজিদের ইমাম

ইউরোপের বিভিন্ন মসজিদ থেকে সম্প্রতি ১৫ জন ইমাম ইসরায়েলে গিয়ে দেখা করেছেন দেশটির প্রেসিডেন্ট আইজাক হারজগের সঙ্গে। সেখানে...