জিন্নাহর সেই বাড়ি এখন ভারতের কাছে ‘শত্রু সম্পত্তি’

Date:

Share post:

মুহাম্মদ আলী জি্নাহকে পাকিস্তানে কায়েদ-এ-আজম বলা হলেও সাধারণ পাকিস্তানীরা তাঁকে বাবা-এ-কৌম বলেই সম্মানিত করে থাকেন।

কিন্তু এই জিন্নাহকেই ারতের বেশীর ভাগ মানুষ ঘৃণা করে। দেশিতে তাঁর নাম উচ্চারণ করাও হয়ে থাকে কিছুটা অশ্রদ্ধার সঙ্গেই।

কারণ, তাঁকেই দেশভাগের জন্য দায়ী বলে মনে করেন ভারতীয়দের অনেকে।

সেই সময়ের দাঙ্গায় কয়েক লক্ষ মানুষ মারা গিয়েছিলেন, ছিন্নমূল হয়েছিলেন এক কোটিরও বেশী মানুষ।

দেশভাগের সেই ক্ষত এখনও অনেকের মন থেকে মুছে যায়নি।

১৯৪৭ সালের দেশভাগের পরে মুহাম্মদ আলী জিন্নাহ নিজের তৈরি দেশ পাকিস্তানে চলে গেলেন, কিন্তু ভারতে ফেলে গেলেন নিজের একটি অতি প্রিয় জিনিস – মুম্তে তাঁর বাড়ি।

ভারত আর পাকিস্তানের মধ্যে অন্য অনেক বিষয় নিয়ে যেমন বিবাদ রয়েছে, তেমনই বিবাদ রয়েছে জিন্নাহর বাড়ি নিয়েও।

এই বাড়িতে থাকার সময়েই পাকিস্তান তৈরির পরিকল্পনা করেন জিন্নাহ, লড়াইটাও চলেছিল এখান থেকেই। মুম্বাইয়ে জিন্নাহর লো বাড়ি

সেজন্যই পাকিস্তান এই বাড়িটিকে তাদের সম্পত্তি বলে মনে করে।

পাকিস্তানের সাধারণ মানুষের কাছে মুম্বাইয়ে জিন্নাহর বাড়ি একটা তীর্থস্থানের মতো।

তবে ভারতের কাছে মুম্বাই শহরে জিন্নাহর ওই বাড়িটি চোখে বালি পড়ার মতো। এই বাড়িটিকেই দেশভাগের পরিকল্পনার মূল আড্ডা বলে মনে করা হয়।

ভারত এই বাংলো বাড়িটিকে ‘শত্রু সম্পত্তি’ বলে চিহ্নিত করে রেখেছে।

সরকারের দখলে থাকা বাংলো বাড়িটি এখন পরিত্যক্ত।

মুম্বাইয়ের এক স্থানীয় রাজনৈতিক নেতা, যার আবার রিয়েল এস্টেটের ব্যবসাও রয়েছে, তিনি জিন্নাহর বাড়িটি ভেঙ্গে ফেলারও তুলেছেন।

তাঁর কথায়, “এটা শত্রু সম্পত্তি। দেশভাগের জন্য দায়ী যে জিন্নাহ, তিনি বানিয়েছিলেন বাড়িটি। দেশভাগের কারণে যে রক্তপাত ঘটেছে, এই বাড়ির দিকে তাকালে সেই সব কথা মনে পড়ে কষ্ট হয়। সেজন্যই বাড়িটি ভেঙ্গে ফেলা উচিত। সেখানে একটা সাংস্কৃতিক কেন্দ্র গড়া যেতে পারে।”

জিন্নাহর কিন্তু মুম্বাই শহর – বা যেটি সে সময় বোম্বে নামেই পরিচিত ছিল, তার প্রতি খুব টান ছিল। ইংল্যান্ড থেকে ফিরে সেখানেই করতেন তিনি। আরামে থাকার জন্যই বাংলো বাড়িটি বানিয়েছিলেন।

ইউরোপীয় বাংলোর ধাঁচে তৈরি হয়েছিল ‘সাউথ কোর্ট’ নামের বাড়িটি।

১৯৩০’র দশকে বাড়িটি বানাতে জিন্নাহর খরচ হয়েছিল প্রায় দু’লক্ষ টাকা। মহাত্মা গান্ধীর সঙ্গে মুহাম্মদ আলী জিন্নাহ

দক্ষিণ মুম্বাইয়ের মালাবার হিলস এলাকার বাড়িটি থেকে সমুদ্র দেখা যায়।

প্রখ্যাত আর্কিটেক্ট ক্লড বেী বাংলোটির ডিজাইন করেছিলেন। ইতালিয়ান মার্বেল বো হয়েছিল – সঙ্গে ছিল কাঠের কারুকাজ।

স্বপ্নের বাড়ির মতো করেই বাংলোটি বানিয়েছিলেন জিন্নাহ। মিস্ত্রী আনা হয়েছিল ইতালি থেকে।

সেই সময়ে পেশায় ব্যারিস্টার জিন্নাহ এই বাংলো তৈরির জন্য যতটা যত্ন নিয়েছিলেন, তা থেকেই বোঝা যায় যে তিনি মুম্বাইতেই থাকার পরিকল্পনা করেছিলেন।

কিন্তু একটা সময়ে আইন পেশার চেয়েও বেশী তিনি রাজনীতিতে সময় দিতে লাগলেন আর মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্রের দাবি তুললেন। সেই দাবি আদায় করেও ছাড়লেন। আর শেষে নিজের তৈরি দেশেই পাড়ি জমালেন।

জিন্নাহর ধারণা ছিল দেশভাগের পরে ভারত আর পাকিস্তানের সম্পর্ক এতটাই ভাল হয়ে উঠবে যে তিনি ইচ্ছে হলেই মুম্বাইতে এসে নিজের বাড়িতে কিছুদিন কাটিয়ে যেতে পারবেন।

কিন্তু বাস্তবে ঘটল অন্যরকম।

দুই দেশের মধ্যে সীমানা তৈরি হতেই মানুষের মনেও উঁচু প্রাচীর গড়ে উঠল।

নিজের স্বপ্নের বাংলোয় ফিরে আসার স্বপ্ন অপূর্ণই রয়ে গেল জিন্নাহর। ও মুহাম্মদ আলী জিন্নাহ

পাকিস্তানে চলে যাওয়ার আগে জিন্নাহ চেয়েছিলেন কোনও ইউরোপীয় পরিবারকে নিজের বাংলোটা ভাড়া দিয়ে দেবেন।

জওহারলাল নেহরু তাতে রাজীও ছিলেন।

কিন্তু দলিলপত্র তৈরি করে সইসাবুদের আগেই জিন্নাহর মৃত্যু হয়।

তখন থেকেই ওই সুন্দর বাংলো বাড়িটি ভারত আর পাকিস্তানের মধ্যে গলার কাঁটার মতো বিঁধে রয়েছে।

জিন্নাহর মেয়ে দীনা ওয়াদিয়াও এই বাংলো বাড়ির ওপরে নিজের মালিকানা দাবি করেছেন। কিন্তু বাড়িটি এখনও ভারত সরকারেরই দখলে রয়ে গেছে।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর বাসভবনের ঠিক সামনে জিন্নাহর এই বাড়িটি ভারত আর পাকিস্তানের মধ্যে অন্য অনেক অমীমাংসিত বিষয়ের একটা হয়ে রয়ে গেছে।

আরও পড়তে পারেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

মিয়ানমারে সংঘর্ষের মুখে পালিয়ে ভারতে ঢুকেছে কয়েক হাজার মানুষ

মিয়ানমারে দুটি জান্তা-বিরোধী সশস্ত্র গোষ্ঠীর লড়াই-সংঘর্ষের মাঝে পড়ে কয়েক হাজার মানুষ পালিয়ে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে ঢুকে পড়েছে।...

‘চব্বিশের জুলাই-অগাস্টে কোন যুদ্ধ হয়নি বরং হয়েছিল রাজনৈতিক বিরোধ’

গত বছরের জুলাই - অগাস্টে এই দেশে কোনো যুদ্ধ সংঘটিত হয় নাই, যা হয়েছে সেটা ছিল রাজনৈতিক বিরোধ-...

অপারেশন সিঁদুরে আড়াই শতাধিক ভারতীয় সেনা নিহত, গোপনে জানাচ্ছে সম্মান

কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার ধারাবাহিকতায় গত ৭ মে যুদ্ধে জড়ায় দুই চিরবৈরি দেশ ভারত-পাকিস্তান। এ যুদ্ধে ভারত পাকিস্তানের...

দুই বছর ধরে প্রতিদিন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা আছে ইরানের

ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এর একজন উপদেষ্টা বলেছেন, ইরানের এখনো দুই বছর ধরে প্রতিদিন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা...